Computer Sales and Service Facebook Marketing

আপনার কম্পিউটার সেলস ও সার্ভিস ব্যাবসা কিভাবে ফেসবুকের মাধ্যমে বিস্তার করবেন তারই এক নমুনা হিসেবে আলোচনা করা হল;

আপনার ফেসবুকের প্রোফাইল ছবি, কভার ফটো এবং পোস্টের ডিজাইন কেমন করবেন বা কি ধরনের করা উচিত তার সকল বিস্তারিত ভাবে এখানে বলা হয়েছে। © Copyright Content

Quick Service Facebook Cover Photo

এবার কথা হল, আপনি তো এমনিই গোটা কয়েক ছবি দিয়ে পোস্ট করতে পারতেন, তাহলে এই ভাবে এক রঙে ডিজাইন করার মানে কি?

আপনিও জানেন যে গ্রাহকের কাছে যে ভাবে পণ্য বা সার্ভিস উপস্থাপন করবেন তারা সেই ভাবে আপনার ব্যাবসাটি গ্রহন করবে। আপনি যদি সস্তার ডিজাইন করেন তাহলে আপনার পরিষেবা সস্তায় মনে করবে।

এর পর ভাবুন এই ভাবে ডিজাইন করা থাকলে যে দেখবে সে যদি শেয়ার করতে চায় তাহলে আপনার ডিটেইলস এই পোস্টের সাথে শেয়ার হয়ে যাবে। এতে তারা সহজেই আপনাকে যোগাযোগ করতে পারবে। আর যদি এই ভাবে একই রঙ দিয়ে ডিজাইন করা হয় তাহলে গ্রাহক সহজেই বুঝতে পারবে যে এই পোস্ট টি আপনার, কেন না আপনার পোস্ট গুলো এই রকমই দেখতে।

লক্ষ্য করবেন সকল বড় বড় সফল কোম্পানির ফেসবুক পোস্ট ডিজাইন একই রঙের হয়, এমনকি তাদের পোশাকের রঙ, গাড়ির রঙ, অফিসের কেবিনের রঙ একই হয়ে থাকে। কিন্তু আমরা সেই সব বিষয়ে গুরুত্ব দিই না। আর এখানেই ভুল করে থাকি।

আমরা যা পারি নিজেই মোবাইলের মাধ্যমে ছবির উপরে যেমন তেমন লেখা দিয়ে ফেসবুকে ছেড়ে দিই আর তা দেখে কাস্টমার আপনার পোস্টটি এড়িয়ে যায়।

সেই জন্য ফেসবুকে পোস্ট করার আগে সর্বদা লক্ষ্য রাখতে হবে যে পোস্টটী করতে যাচ্ছেন সেটা আদও মানুষের মধ্যে এনগেজমেন্ট আনবে তো? আকর্ষণীয় না হলে সবাই এড়িয়ে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে বুস্ট করেও ফল পাচ্ছেন না?

পিক্টোম ওয়েবের মার্কেটিং সার্ভিসে আপনার বিনিয়োগ যাবে না বিফলে